সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে অটোচালকের মরদেহ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে অটোচালকের মরদেহ উদ্ধার 

ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর গ্রামের মো. তুহিন শেখ (৪০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২০ নভেম্বর) ভোরে কে বা কারা অটোরিকশায় করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। এ সময় নিহত তুহিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানান তারা, অতপর কৌশলে পালিয়ে যান। 

এদিকে নিহতের স্ত্রী লিপা বেগম ও পরিবারের সদস্যরা জানান, নিহত তুহিন অটোরিকশা ছাড়া রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরে খবর পেয়ে তারা হাসপাতালে যান। 

পরিবারের দাবি, সড়ক দুর্ঘটনায় নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে তা স্পষ্ট জানাতে পারেনি তারা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। 

এ বিষয়ে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, তুহিনকে হাসপাতালে নেয়া ওই অটোচালককে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

টিএইচ